Money Bangla
  • ব্যাংক
  • কার্ড
    • ডেবিট কার্ড
    • ক্রেডিট কার্ড
    • প্রিপেইড কার্ড
  • সঞ্চয়
  • লোন
  • ই-কমার্স
  • মোবাইল ব্যাংকিং
  • আরও
    • ব্যবসা ও উদ্যোগ
    • ফ্রিল্যান্সিং
    • বিনিয়োগ
    • অফার
    • অন্যান্য
কোন ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Money Bangla
  • ব্যাংক
  • কার্ড
    • ডেবিট কার্ড
    • ক্রেডিট কার্ড
    • প্রিপেইড কার্ড
  • সঞ্চয়
  • লোন
  • ই-কমার্স
  • মোবাইল ব্যাংকিং
  • আরও
    • ব্যবসা ও উদ্যোগ
    • ফ্রিল্যান্সিং
    • বিনিয়োগ
    • অফার
    • অন্যান্য
কোন ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Money Bangla
কোন ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
আলোচিত

যেভাবে EBL Aqua ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড পাবেন

অক্টোবর ২০, ২০১৮
বিভাগঃ কার্ড, প্রিপেইড কার্ড, ব্যাংক
যেভাবে EBL Aqua ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড পাবেন

এই ডিজিটাল যুগে আমরা যারা অনলাইনের বিভিন্ন সেবা ব্যবহার করি, তারা প্রত্যেকেই অনলাইনে ডলারে পেমেন্ট করার প্রয়োজনীয়তা অনুভব করি। এছাড়াও দেশের বাইরে গিয়ে ঝামেলামুক্তভাবে কেনাকাটার জন্য একটি কার্ড অনেকেই চান। পৃথিবীব্যাপী বিভিন্ন সেবা রয়েছে যেগুলো বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়। ব্যবসার জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেয়া, প্লে/অ্যাপল স্টোরে কেনাকাটা, বিদেশে হোটেল বুকিং, ডোমেইন-হোস্টিং, আলী এক্সপ্রেস ও বিদেশী ই-কমার্স, অনলাইনে পরীক্ষার ফিস প্রদান, নেটফ্লিক্সসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কারনেই আমাদের এমন একটি কার্ডের প্রয়োজন হয় যার মাধ্যমে ডলারে পেমেন্ট করা যাবে। ক্রেডিট কার্ড দিয়ে এই চাহিদা পূরণ করা যায় বটে, কিন্তু তাই বা কয়জনের আছে?

তাদের কথা ভেবেই ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL) নিয়ে এসেছে AQUA নামে একটি প্রিপেইড ডেবিট মাস্টারকার্ড, যা শুধুমাত্র ন্যাশনাল আইডি বা পাসপোর্ট থাকলেই যে কেউ নিতে পারবেন এবং পাসপোর্ট থাকলেই যে কেউ অনলাইনে ডলারে যেকোনো ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন। শুধু অনলাইনেই নয়, এর মাধ্যমে দেশে-বিদেশে অনলাইন কিংবা অফলাইন যেকোনো পেমেন্ট আপনি করতে পারবেন এবং যেকোনো দেশে গিয়ে ATM বুথ থেকে টাকাও তুলতে পারবেন। কার্ডটি পাওয়া একেবারেই সহজ, সাশ্রয়ী এবং কার্ডটি করতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। কিভাবে আপনি সহজেই অ্যাকুয়া ডুয়েল কারেন্সি মাস্টারকার্ডটি পাবেন তা নিয়েই জানতে পড়ুন এই লেখাটি।

ভালোলাগতে পারে

প্রিপেইড কার্ড ব্যবহারকারিদের জন্য কাঙ্ক্ষিত আপডেট আনলো মিডল্যান্ড ব্যাংক!

ফুড পান্ডায় অর্ডার করে জিতে নিন গ্যালাক্সি নোট ২০ আলট্রা!

সিটি ব্যাংকের নতুন অ্যাপ দিয়ে তাত্ক্ষণিক অ্যাকাউন্ট চালু করুন!

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদের হার ২০% নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

AQUA ডুয়েল কারেন্সি প্রিপেইড মাস্টারকার্ড কি?

ইস্টার্ন ব্যাংকের AQUA কার্ডটি একটি ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড। অর্থাৎ, এটি একটি ডেবিট কার্ড যার BDT এবং USD ২টি ভাগ রয়েছে। BDT পার্টে আপনি বাংলাদেশি টাকা রাখতে পারবেন এবং USD পার্টে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন যা ডলার হিসেবে জমা হবে। আপনি এখানে যত টাকা বা ডলার রাখবেন, ঠিক তত পরিমানই খরচ করতে পারবেন। এই কার্ডটিতে ডলার থাকলেই আপনি অনলাইনে ডলারে পেমেন্ট করতে পারবেন। অনলাইনে যেসব সাইট কার্ডে পেমেন্ট নিয়ে থাকে, সেসব ওয়েবসাইটেই আপনি এই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।

কিভাবে পাবেন?

Aqua Mastercard পাওয়ার পদ্ধতি একদমই সহজ। আপনি চাইলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইস্টার্ন ব্যাংকের যেকোনো ব্র্যাঞ্চে গিয়েই ফর্ম পূরণ করে সেদিনই কার্ডটি নিয়ে আসতে পারবেন। কার্ডটির চার্জ ৩ বছরের জন্য মাত্র এককালীন ৫৭৫ টাকা। ৩ বছর পর আবার ৫৭৫ টাকা দিয়ে নতুন কার্ড নিতে হবে। আপনার বয়স ১৮ বছরের বেশি হলেই কার্ডটি নিতে পারবেন। এর জন্য কোন প্রকার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। কার্ডটি নেয়ার জন্য শুধুমাত্র নিচের ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে যেতে হবেঃ

  • পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড
  • নিজের ২ কপি ছবি
  • ৫৭৫ টাকা (৩ বছরের জন্য)

এখানে একটি বিষয় মাথায় রাখা জরুরী, কার্ডটি নিতে আপনাকে পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড দিলেই চলবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ডলার খরচ করতে হলে কিন্তু আপনার পাসপোর্ট লাগবেই। তাই যাদের পাসপোর্ট নেই, তারাও কার্ডটি নিতে পারবেন, তবে শুধু BDT অংশটি ব্যবহার করতে পারবেন। যখন আপনি পাসপোর্ট করবেন, তখন পাসপোর্ট endorse করে নিলেই ডলার পার্টটি ব্যবহার করতে পারবেন।

ইন্সট্যান্ট নাকি ম্যানুয়াল কার্ড নেবেন?

ইস্টার্ন ব্যাংক অ্যাকুয়া কার্ডটি ২ ভাবে প্রদান করে। প্রথম দিকে তারা ইন্সট্যান্ট কার্ড চালু করে। আপনি ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র আর ফর্ম পূরণ করে ৫৭৫ টাকা জমা দিলেই তারা আপনাকে তাৎক্ষনিকভাবে কার্ডটি দিয়ে দিত এবং ৩ দিন পর কার্ড চালু হয়ে যেত। কিন্তু কার্ডটি অনেক জনপ্রিয় হয়ে যাওয়ার প্রচুর চাহিদা দেখা দেয়। সব ব্র্যাঞ্চে সবসময় কার্ডটি স্টক থাকে না। আর ইন্সট্যান্ট কার্ডে কার্ড হোল্ডারের নামও থাকতো না। এরপর থেকে তারা ম্যানুয়াল কার্ডও চালু করে। আপনি সব কাগজপত্র জমা দিয়ে সাথে সাথেই নাম ছাড়া কার্ড নিয়ে আসতে পারেন। অথবা আপনি যদি অপেক্ষা করেন, তবে ৭-১০ কর্মদিবস পর আপনার নামসহ একটি কার্ড তারা তৈরি করে দিবে। আপনি কার্ড এবং পিন নেয়ার এসএমএস পেলে গিয়ে কার্ড এবং পিন নিয়ে আসবেন। আমি সাজেস্ট করবো যদি আপনার তারাহুড়া না থাকে তবে অপেক্ষা করে নিজের নামে ম্যানুয়াল কার্ডটি নেয়াই সবচেয়ে ভালো।

আবেদন প্রক্রিয়া

আপনার নিকটস্থ ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যেকোনো ব্রাঞ্চে গিয়ে কার্ড ডিভিশনে যোগাযোগ করুন। দায়িত্বে থাকা ব্যাক্তিকে অ্যাকুয়া প্রিপেইড মাস্টার কার্ড নেয়ার আগ্রহের কথা জানান। তার দেয়া ফরমটি সতর্কভাবে পূরন করুন। আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্টের কপি প্রদান করুন। না থাকলে ন্যাশনাল আইডির কপি প্রদান করুন। মূল কপি সাথে নিয়ে যাবেন। সব ডকুমেন্টস সাবমিট করার পর ভেরিফিকেশন এর জন্য ৭-১০ কর্ম দিবস লাগতে পারে। ভেরিফিকেশন হয়ে গেলে ফর্মে দেয়া আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ পাবেন। যদি ১০ দিনের মধ্যে কোনো মেসেজ না পান তাহলে ইস্টার্ন ব্যাংক লিমিটেড কাস্টমার কেয়ার ১৬২৩০ নাম্বারে ফোন দিয়ে আপডেট জানুন।

এন্ডোর্স করার প্রক্রিয়া

অনলাইনে বা বিদেশে ডলার খরচ করতে হলে আপনার পাসপোর্টের বিপরীতে আপনার যেকোনো কার্ডই এন্ডোর্স করতে হয়। অ্যাকুয়া কার্ডও এন্ডোর্স না করলে আপনি দেশের বাইরে বা অনলাইনে ব্যবহার করতে পারবেন না। অ্যাকাউন্টে ডলার থাকলেও তা ব্যবহার করতে পারবেন না। এন্ডোর্স হয় আপনার পাসপোর্ট নম্বর অনুযায়ী। আর এ কারণেই পাসপোর্ট প্রয়োজন হয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতি বছর সার্কভুক্ত দেশের জন্য ৫০০০ ডলার এবং নন-সার্ক দেশের জন্য ৭০০০ ডলার এন্ডোর্স করা যায়। আপনি এই এন্ডোর্স করলে ঐ পরিমান সর্বমোট ১২০০০ ডলার ব্যবহার করতে পারবেন। কিন্তু একবারেই একটিমাত্র কার্ডে তা এন্ডোর্স করে ফেলা বোকামি। বারবার এন্ডোর্স করেও লিমিট বাড়ানো যায়। আপনি আপনার কার্ড দিয়ে এ বছর কত ডলার খরচ করতে পারেন তা আন্দাজ করে এন্ডোর্স করতে পারেন। তাই সার্ক এবং নন-সার্ক দেশের জন্য নুন্যতম ২০০০ + ২০০০ ডলার করে এন্ডোর্স করা সবচেয়ে ভালো। কার্ড সচল হওয়ার পর ব্যাংকে গিয়ে বললেই তাৎক্ষনিকভাবে পাসপোর্টের পেছনের পাতায় এন্ডোর্স করে দেবে।

ডলার কিভাবে লোড করবো?

অ্যাকুয়া কার্ডে ডলার লোড করার পদ্ধতি একদমই সহজ। আপনি যেকোনো অ্যামাউন্ট কার্ডে লোড করতে পারবেন। কোন মিনিমাম অ্যামাউন্ট নেই। ইস্টার্ন ব্যাংকে কার্ডে ডিপোজিট করার পৃথক ফর্ম রয়েছে। তাতে যদি আপনি ডলার লোড করতে চান তাহলে প্রথমে আপনাকে সেদিনের কার্ডের জন্য ডলারের রেট জানতে হবে। ব্যাংকের কাউন্টারে জিজ্ঞেস করলে বা ওয়েবসাইট থেকে ডলারের রেট জেনে নেয়া যায়। ধরুন, আপনি ৫০০০ টাকার সমপরিমাণ ডলার লোড করতে চান। আপনি সেদিনের রেট জানলেন ৮৪.৩০ টাকা। তাহলে USD লাইনে ৩টি ঘর থাকবে। সেখানে ডলারের রেট, কত টাকা এবং কি পরিমান ডলার (টাকা/রেট করলেই বের হয়ে যাবে) লোড করতে চান তা লিখতে হবে। এরপর কার্ড নম্বর, নাম, সাক্ষর করে কাউন্টারে জমা দিলেই সাথে সাথে কার্ডে ডলার জমা হয়ে যাবে। BDT পার্টে টাকা জমা করতে চাইলে BDT এর ঘরে টাকার পরিমাণ লিখলেই চলবে।

অ্যাকুয়া কার্ডের অন্যতম একটি বড় সুবিধা হল আপনি দেশের বাইরে গেলে এই কার্ড থেকে খরচ করতে পারছেন। যেহুতু এটি একটি মাস্টারকার্ড, তাই এটি দিয়ে বিশ্বের প্রায় সকল দেশের সকল মাস্টারকার্ডের লোগো আছে এমন বুথ থেকেই টাকা তোলা যাবে। এছাড়াও, আপনি বিদেশে থাকা অবস্থায় টাকার দরকার হলে দেশ থেকে যে কেউ আপনার কার্ডে ডলার লোড করে দিতে পারবে। আমিও কিছুদিন আগে দেশের বাইরে যাওয়ার পর অতিরিক্ত টাকার দরকার হয়, তখন দেশ থেকে আমার বন্ধু আমার কার্ডে লোড করে দিয়েছিল। যারা প্রায়ই দেশের বাইরে যান, তাদের জন্য এটি অনেক কাজের। কারণ বেশীরভাগ ক্রেডিট কার্ডে ডলার লোড করলে তা রাতে অ্যাকাউন্টে যোগ হয়, কিন্তু অ্যাকুয়া কার্ডে তাৎক্ষনিক ভাবেই যোগ হয় এবং খরচ করা যায়।

ব্যবহারবিধি এবং লিমিট

আপনি অ্যাকুয়া কার্ড হাতে পেয়ে গেলে তারপর আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্স করতে হবে। এন্ডোর্স হয়ে গেলেই এরপর আপনি ইস্টার্ন ব্যাংকের হেল্পলাইন ১৬২৩০ বা +৮৮০২৮৩৩২২৩২ নম্বরে ফোন দিয়ে বলবেন আপনি ফরেইন পার্ট এবং ই-কমার্স পার্ট সচল করতে চান। তাহলেই তারা চালু করে দিবে। সচল হয়েছে নিশ্চিত হয়েই প্রথমবার ট্রানজাকশন করবেন।

অনেকেরই একটি প্রশ্ন থাকে তা হল ই-কমার্স এনরোলমেন্ট ফর্ম পূরণ করা লাগবে কিনা। উত্তর হল প্রথমেই তা লাগবে না। আপনি প্রতিটি আলাদা ট্রানজাকশনে ৩০০ ডলার পর্যন্ত একবারে পেমেন্ট করতে পারবেন। কিন্তু এর বেশি বড় পেমেন্ট করতে হলেই আপনাকে ই-কমার্স এনরোলমেন্ট ফর্ম পূরণ করতে হবে। আপনার যত ডলার পর্যন্ত পাসপোর্টে এন্ডোর্স করা আছে, তত পর্যন্ত প্রতি বছর কার্ড ব্যবহার করে খরচ করতে পারবেন।

দেশের বাইরে সাহায্য প্রয়োজন হলে করনীয়

দেশের বাইরে আপনি কার্ড সংক্রান্ত কোন সমস্যায় পড়লে সরাসরি +৮৮০২৮৩৩২২৩২ নম্বরে ফোন করতে পারেন। বিদেশে যাওয়ার পূর্বেই আপনার নম্বর থেকে ফোন করে ফরেইন পার্ট খোলা আছে কিনা নিশ্চিত করে যাবেন।

ব্যালেন্স কিভাবে জানবেন

অনেক ভাবেই কার্ডের ব্যালেন্স জানা যায়। ইস্টার্ন ব্যাংকের হেল্পলাইন ১৬২৩০ বা +৮৮০২৮৩৩২২৩২ নম্বরে ফোন করে ব্যালেন্স জানতে পারবেন। এছাড়াও ইস্টার্ন ব্যাংক ফেসবুক ম্যাসেঞ্জার এবং ভাইবারের জন্য EBL DIA নামে চ্যাট বট তৈরি করেছে। আপনি এই ২টি ম্যাসেঞ্জারে EBL DIA নামে সার্চ করে চ্যাট শুরু করুন। ধাপগুলো অনুসরণ করলেই আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এবং তা চ্যাটে লিখলেই আপনার ব্যালেন্স জানতে পারবেন। এছাড়াও প্রতি ট্রানজাকশন শেষে মোবাইলে মেসেজ আসবে তাতে বর্তমান ব্যালেন্স উল্লেখ থাকবে। তবে তারা ইমেইলে কোন ব্যালেন্স অথবা OTP পাঠায় না এটা একটি নেগেটিভ দিক।

এই হল EBL AQUA Mastercard পাওয়ার এবং ব্যবহারের বিস্তারিত নিয়মাবলী। আপনার ভালো লাগলে এবং এ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে নিচে মন্তব্য করে আমাদের জানান। আশা করছি আপনি খুব সহজেই একটি অ্যাকুয়া মাস্টারকার্ড পেয়ে যাবেন।

ট্যাগ: aquadual currency debit cardeblebl aqua mastercardmastercardprepaid cardনির্বাচিত
শেয়ার492টুইটপিন
পরবর্তী পোস্ট
বিকাশে প্রতারণা থেকে বাঁচতে যা জানতেই হবে

বিকাশে প্রতারণা থেকে বাঁচতে যা জানতেই হবে

ইউরো চালু হওয়ার মজার ইতিহাস

ইউরো চালু হওয়ার মজার ইতিহাস

স্বর্ণমুদ্রার ব্যবহার যেভাবে হারিয়ে গেল?

স্বর্ণমুদ্রার ব্যবহার যেভাবে হারিয়ে গেল?

মন্তব্য করুন

  • আলোচিত
  • মন্তব্য
  • সাম্প্রতিক
বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা এবং যেভাবে খুলবেন?

বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা এবং যেভাবে খুলবেন?

অক্টোবর ১, ২০১৮
হাজারে ৯.৯৯ টাকায় ক্যাশআউট সুবিধা আনলো নগদ

হাজারে ৯.৯৯ টাকায় ক্যাশআউট সুবিধা আনলো নগদ

অক্টোবর ১, ২০২০
বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা এবং যেভাবে খুলবেন?

বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট কি? যেভাবে বিকাশে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন

অক্টোবর ১, ২০১৮
জেনে নিন বিকাশ মার্চেন্ট একাউন্ট কী? এবং এ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য

জেনে নিন বিকাশ মার্চেন্ট একাউন্ট কী? এবং এ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য

অক্টোবর ১, ২০১৮
ই-পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া!

ই-পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া!

বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা এবং যেভাবে খুলবেন?

বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা এবং যেভাবে খুলবেন?

জেনে নিন বিকাশ মার্চেন্ট একাউন্ট কী? এবং এ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য

জেনে নিন বিকাশ মার্চেন্ট একাউন্ট কী? এবং এ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য

বিকাশের মাধ্যমে যেভাবে খুব সহজেই পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করবেন

বিকাশের মাধ্যমে যেভাবে খুব সহজেই পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করবেন

ই-পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া!

ই-পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া!

ডিসেম্বর ৪, ২০২০
প্রিপেইড কার্ড ব্যবহারকারিদের জন্য কাঙ্ক্ষিত আপডেট আনলো মিডল্যান্ড ব্যাংক!

প্রিপেইড কার্ড ব্যবহারকারিদের জন্য কাঙ্ক্ষিত আপডেট আনলো মিডল্যান্ড ব্যাংক!

অক্টোবর ২৩, ২০২০
১৯০ কোটি টাকার বড় বিনিয়োগ পেলো শপআপ!

১৯০ কোটি টাকার বড় বিনিয়োগ পেলো শপআপ!

অক্টোবর ২০, ২০২০
ফুড পান্ডায় অর্ডার করে জিতে নিন গ্যালাক্সি নোট ২০ আলট্রা!

ফুড পান্ডায় অর্ডার করে জিতে নিন গ্যালাক্সি নোট ২০ আলট্রা!

অক্টোবর ২০, ২০২০
Money Bangla

MONEY.COM.BD বাংলাদেশের সেরা ব্যাংকিং, অর্থ, ব্যবসা, ই-কমার্স এবং ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত ওয়েবসাইট যেখানে থাকছে উদ্যোক্তাদের খবর, অর্থনীতি, শেয়ার ব্যবসা, ব্যাংক, ক্রেডিট কার্ড, লোণ, সফল ব্যবসায়ীদের সাক্ষাৎকার ও ব্যবসায় সফলতার টিপসসহ অনেক কিছু।

ই-মেইল – info@money.com.bd

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অফার
  • কার্ড
    • ক্রেডিট কার্ড
    • ডেবিট কার্ড
    • প্রিপেইড কার্ড
  • বিনিয়োগ
  • ব্যবসা ও উদ্যোগ
  • ব্যাংক
  • মোবাইল ব্যাংকিং
  • সঞ্চয়

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত – MONEY.COM.BD
ওয়েবসাইটটি ডিজাইন এবং ডেভেলপমেন্ট করেছে BLUEPRINT

কোন ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • ব্যাংক
  • কার্ড
    • ডেবিট কার্ড
    • ক্রেডিট কার্ড
    • প্রিপেইড কার্ড
  • সঞ্চয়
  • লোন
  • ই-কমার্স
  • মোবাইল ব্যাংকিং
  • আরও
    • ব্যবসা ও উদ্যোগ
    • ফ্রিল্যান্সিং
    • বিনিয়োগ
    • অফার
    • অন্যান্য

© 2020 MONEY.COM.BD - Money Bangladesh - Developed & Managed by Blueprint.

  • ব্যাংক
  • কার্ড
    • ডেবিট কার্ড
    • ক্রেডিট কার্ড
    • প্রিপেইড কার্ড
  • সঞ্চয়
  • লোন
  • ই-কমার্স
  • মোবাইল ব্যাংকিং
  • আরও
    • ব্যবসা ও উদ্যোগ
    • ফ্রিল্যান্সিং
    • বিনিয়োগ
    • অফার
    • অন্যান্য
হোম
অফার
রিভিউ
আরও