বিকাশ হলো মোবাইল ব্যাংক ভিত্তিক দেশ ও দেশের বাইরে টাকা পাঠানো, টাকা পাওয়া, পণ্যের পেমেন্ট ও মোবাইল ব্যালেন্স রিচার্জ সহ আরো বেশ কিছু কাজ করার সহজ ও নিরাপদ উপায়। বিকাশ ব্রাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশে বেশ কয়েকবছর যাবৎ আস্থার প্রতীক স্বরুপ টাকা লেনদেন করে আসছে। সাধারণভাবে বিকাশ পার্সোনাল, বিকাশ এজেন্ট ও বিকাশ মার্চেন্ট এ তিন ধরণের বিকাশ একাউন্ট রয়েছে। আমি এ আর্টিকেলটিতে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করবো।
বিকাশ মার্চেন্ট একাউন্ট কীঃ
বিকাশ মার্চেন্ট একাউন্ট হলো এমন একাউন্ট, যে একাউন্টে আপনি বিভিন্ন বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট নিতে পারবেন। আপনার ব্যবসায়িক লেনদেন কি বিকাশের মাধ্যমে করতে চান, আপনি কি চান আপনার গ্রাহকেরা আপনার প্রাপ্য বিল সহজে বিকাশ থেকে আপনাকে পে করুক। তাহলে আপনি একটি বিকাশ মার্চেন্ট একাউন্ট খুলে ফেলুন।
বিকাশ মার্চেন্ট একাউন্ট খুলতে যা যা লাগবেঃ
- যে কোন একটি অপারেটরের মোবাইল নাম্বার
- আপনার ছবিযুক্ত পরিচয়পত্রের ফটোকপি (মূল জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট যেকোনো একটি)
- ২ কপি পার্সপোর্ট সাইজের ছবি
- ট্রেড লাইসেন্স। (মেয়াদসহ)
বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়মঃ
বিকাশ মার্চেন্ট একাউন্ট খুলতে হলে প্রথমে বিকাশের ওয়েবসাইট www.bkash.com এ ভিজিট করুন। তারপর ওপেন এ বিকাশ একাউন্ট (Open a Bkash Account) এ ক্লিক করুন। এখন দুটি অপশন পাবেন একটি হলো এজেন্ট ভিত্তিক বিকাশ একাউন্ট এবং অপরটি হচ্ছে বিকাশ মার্চেন্ট একাউন্ট। আপনি বিকাশ মার্চেন্ট একাউন্ট সিলেক্ট করে সামনে আগাতে থাকুন। একটি ফরম আসবে সেটা সঠিক ভাবে পূরণ করুন।

এ ফরমটি সঠিক ভাবে পূরণ করে জমা দিন। বিকাশ কর্তৃপক্ষ আপনার মার্চেন্ট একাউন্টটি বিচার বিশ্লেষণ করে অনুমোদন করলে। তখন আপনার সাথে তারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে এবং আপনার নিকটবর্তী তাদের প্রতিষ্ঠানে আসার জন্য অনুরোধ করবে। তখন আপনি আবেদনের সয়ম ফরমটিতে যে বিষয়গুলো উল্লেখ করে ছিলেন তার সব ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন। এরপর আপনার সাথে আলোচনাপূর্বক আপনার বিকাশ মার্চেন্ট একাউন্টটি চালু করে দিবে।
বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধাসমূহঃ
- লেনদেনের রেট তুলনামূলকভাবে কমঃ সাধারণত পার্সোনাল অ্যাকাউন্টে ক্যাশ আউট করলে ১.৮৫% হারে কেটে নেয়। কিন্তু বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করলে খরচের হার এর চেয়ে কিছুটা কম। খরচের হার কেমন হবে তা নির্ভর করে মাসে কী পরিমাণ টাকা লেনদেন করা হয় তার উপর। ফলে প্রতিষ্ঠানভেদে কম বেশী হয়ে থাকে তবে তা ১.৮৫% থেকে কম হারে হয়ে থাকে।
- কাস্টমারের অতিরিক্ত কোনো টাকা কাটে নাঃ পার্সোনাল একাউন্ট থেকে সেন্ড মানি করলে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত ৫ টাকা কেটে নেয়। কিন্তু মার্চেন্ট একাউন্টে পেমেন্ট করলে এ ধরণের অতিরিক্ত কোনো টাকা কেটে নেয় না।
- যত খুশি লেনদেন করতে পারবেনঃ অন্যান্য অ্যাকাউন্টে টাকা লেনদেনের ক্ষেত্রে লিমিট দেওয়া আছে। কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টে কোনো লিমিট দেওয়া নাই। আপনি যত খুশি ততবার এবং যত টাকা ইচ্ছা তত টাকাই লেনদেন করতে পারবেন।
বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের অসুবিধাসমূহঃ
বিকাশ মার্চেন্ট একাউন্টের নানাবিধ সুবিধা থাকলেও এর কিছু অসুবিধাও রয়েছে। যেমনঃ
- এজেন্ট নাম্বার থেকে পেমেন্ট করা যায় নাঃ বিকাশ মার্চেন্ট একাউন্টের সবচেয়ে বড় অসুবিধা হলো এজেন্ট একাউন্ট থেকে পেমেন্ট করা যায় না, শুধু পার্সোনাল একাউন্ট থেকে পেমেন্ট করা যায়। অনেকেরই দেখা যায় পার্সোনাল একাউন্ট নাই। তাদের বেশ বিড়ম্বনায় পড়তে হয়।
- টাকা উত্তোলন পদ্ধতি বেশ জটিলঃ পার্সোনাল একাউন্ট থেকে আপনি ইনিস্ট্যান্ট যেকোনো এজেন্ট এর কাছ থেকে বা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন না। মার্চেন্ট একাউন্ট করার সময় আপনাকে অবশ্যই একটি ব্যাংক একাউন্ট ট্যাগ করে দিতে হয় এবং বিকাশ মার্চেন্ট একাউন্টের টাকা অটোমেটিক সপ্তাহের যেকোনো কার্যদিবসে ট্রাঞ্জেকশন হবে তার পরের কার্যদিবসে ব্যাংক একাউন্টে এ টাকা জমা হয়ে যাবে। আপনি চাইলেই বিকাশ মার্চেন্ট একাউন্ট থেকে ইনস্ট্যান্ট টাকা তুলতে পারবেন না।
পেমেন্ট পদ্ধতিঃ
পেমেন্ট করতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুনঃ
- প্রথম ধাপঃ ২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
- দ্বিতীয় ধাপঃ “Payment” সিলেক্ট করুন
- তৃতীয় ধাপঃ মার্চেন্ট বিকাশ একাউন্ট নম্বর 01** লিখুন
- চতুর্থ ধাপঃ আপনি যে পরিমাণ টাকা পেমেন্ট করতে চান তার পরিমাণ লিখুন
- পঞ্চম ধাপঃ Reference -এ আপনার ইনভয়েস নাম্বার দিন
- ষষ্ঠ ধাপঃ কাউন্টার নম্বর এ 1 বা অন্য যেকোনো সংখ্যা লিখুন
- সপ্তম ধাপঃ আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
এবার আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

সবকিছুরই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও থাকে, এটা স্বাভাবিক বিষয়। সবদিক বিবেচনা করলে মার্চেন্ট একাউন্টের বেশ সুবিধাজনক। তাই মার্চেন্ট একাউন্ট না থাকলে, আজই একটি বিকাশ মার্চেন্ট একাউন্ট খুলে ফেলুন এবং সহজ উপায়ে লেনদেন করুন।
মন্তব্য করুন