আপনি যদি বিকাশের মাধ্যমে সহজে আপনার ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে চান, তবে আপনি খুলতে পারেন একটি বিকাশ মার্চেন্ট একাউন্ট! এর মাধ্যমে ক্রেতা সহজেই আপনাকে তার বিল পে করতে পারেন। ক্রেতার সাথে খুব সহজে লেনদেন করার জন্য মার্চেন্ট একাউন্টের জুড়ি নেই। ঢাকার বাইরে অনলাইনে কেনা-বেচার ক্ষেত্রে আংশিক বা ফুল পেমেন্ট নেয়ার জন্য বিকাশ মার্চেন্ট একাউন্ট বেশ জনপ্রিয়।
বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা
মার্চেন্ট একাউন্ট ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো:
- দ্রুত ও সহজ লেনদেনঃ বিকাশ মার্চেন্ট একাউন্টের মাধ্যমে ক্রেতার সাথে সহজে এবং দ্রুত লেনদেন করা যায়। বিশেষ করে ই-কমার্স বিজনেসগুলোতে এ ধরনের লেনদেন বেশ সুবিধাজনক। এতে করে দেশের যেকোনো প্রান্তে বসে ক্রেতা তার পণ্যের মূল্য পরিশোধ করতে পারে।
- কম ট্রানজেকশন রেটঃ বিকাশ পার্সোনাল একাউন্টের তুলনায় মার্চেন্ট একাউন্টের ট্রানজেকশন রেট তুলনামূলক কম যেটা বেশ সুবিধাজনক। তবে প্রতিষ্ঠানের পার মান্থ ট্রানজেকশন এমাউন্ট এর উপর নির্ভর করে কম বেশি হতে পারে।
- নেই বাড়তি খরচঃ বিকাশ মার্চেন্ট একাউন্টে কাস্টমারদের কোনো বাড়তি খরচ নেই, কারণ টাকা পে করলে কাস্টমারদের থেকে কোনো এক্সট্রা চার্জ করা হয়না।
- আনলিমিটেড ট্রানজেকশনঃ মার্চেন্ট একাউন্টে আনলিমিটেড মানি ট্রানজেকশন সুবিধা রয়েছে। আপনি চাইলে দিনে যত খুশি ততবার এবং যেকোনো এমাউন্টের পেমেন্ট রিসিভ করতে পারেন। এতে কোনো বাধ্যবাধকতা নেই।
যেভাবে খুলবেন মার্চেন্ট একাউন্টঃ
বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার জন্য আপনার যেসব শর্তাবলী পালন করতে হবে তা হলোঃ
- জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি,
- ব্যবসায় প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স,
- ব্যবসায় প্রতিষ্ঠানের ধরন,
- ব্যবসায় প্রতিষ্ঠানের ঠিকানা,
- ব্যাংক একাউন্ট (আনলিমিটেড ট্রানজেকশন সুবিধার জন্য)
- প্রতি মাসে আনুমানিক পেমেন্টের পরিমাণ
- ছবি
- মোবাইল নম্বর
- ইমেইল এড্রেস (যদি থাকে)
বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার জন্য আপনি বিকাশে কর্মরত অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিকাশ পয়েন্টে যেতে পারেন। এছাড়া আপনি অনলাইনেও একাউন্ট খোলার জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে উপরোক্ত তথ্যাবলী প্রদান করতে হবে।
আপনার সকল তথ্য যাচাই করার পর বিকাশ কর্তৃপক্ষ যদি আপনাকে মার্চেন্ট হওয়ার উপযোগী মনে করে তবে আপনার একাউন্টটি চালু হবে।
তবে মনে রাখতে হবে যে আপনি কেবল পার্সোনাল একাউন্টের সাথেই লেনদেন করতে পারবেন, এজেন্ট নম্বর থেকে মার্চেন্ট একাউন্টে মানি ট্রান্সফার করা যায় না।
মন্তব্য করুন