ব্যাংকিং কার্যক্রমকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে এবং জীবনকে একদম সহজ করে তুলতেই যাত্রা শুরু করে বিকাশ। তারই ধারাবাহিকতায় বিকাশ নিয়ে এসেছে পে বিল সার্ভিস। এখন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আর আপনাকে ব্যাংকে লাইন দিতে হবে না বা কোন এজেন্টের দোকানে গিয়েও ভীড় জমাতে হবে না। এখন থেকে ঘরে বসেই বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ এবং ডেস্কোর (DESCO) প্রিপেইড মিটারের বিল পরিশোধ করুন আপনার সুবিধামতো যেকোনো সময়।
পল্লী বিদ্যুৎ বিল চেকের প্রক্রিয়া
যেকোনো গ্রাহক তার বিলিং একাউন্ট নাম্বার ও বিল প্রদানের তারিখ দিয়ে বিলের পরিমাণ চেক করতে পারবেন। এর ফলে গ্রাহক বিল প্রদান করার পূর্বেই তার সঠিক কত টাকা পরিশোধ করতে হবে তার পরিমাণ এবং বিলের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। নিচের উপায়ে পল্লী বিদ্যুতের বিল চেক করা যায়।

পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের প্রক্রিয়া
আপনি যে মাসের বিল পরিশোধ করবেন সেই বিলের পরিমাণ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে অবশ্যই রাখুন। তারপর আপনি নিচের ধাপগুলো অনুসরণ করে বিল পরিশোধ করুন।

- প্রথমে আপনার মোবাইলে *247# ডায়াল করুন।
- এরপর 5 নাম্বারে পে বিল (Pay Bill) লেখা আসবে তাই 5 প্রেস করে সেন্ড (Send) বাটনে ক্লিক করুন।
- তারপর 1 নাম্বারে ইলেক্ট্রিসিটি (Electricity)লেখা দেখতে পাবেন। এখন 1 প্রেস করে সেন্ড বাটনে ক্লিক করুন।
- যেসব অপশন আসবে সেখানে 1 নাম্বারে পল্লী বিদ্যুৎ (PALLI BIDYUT)লেখা আছে। তাই 1 প্রেস করে সেন্ড (Send)বাটনে ক্লিক করুন।
- এখন যে অপশনগুলো আসবে সেখানে 2 নাম্বারে পে বিল (Pay Bill)লেখা আছে। তাই 2 প্রেস করে আবার সেন্ড বাটনে ক্লিক করুন।
- এবারে 1 নাম্বারে ইনপুট বিল অ্যাকাউন্ট নাম্বার (Input Bill A/C Number) লেখা আছে। তাই 1 প্রেস করে Send বাটনে ক্লিক করুন।
- এখন আপনার বিদ্যুৎ বিলের অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে Send বাটনে ক্লিক করুন।
- এবার Enter BIll Month and Year লেখাটি আসবে। সেখানে যে মাসের বিল দিবেন সেই মাসের সংখ্যা এবং বছরের সংখ্যা টাইপ করে Send বাটনে ক্লিক করুন। (যেমন, অক্টোবর, ২০১৮ এর বিলের জন্য 102018 টাইপ করবেন অথবা ডিসেম্বর, ২০১৮ মাসের বিলের জন্য 122018 টাইপ করবেন। এখানে বাম দিক থেকে প্রথম দুইটা সংখ্যা মাসের এবং পরবর্তী ৪ টা সংখ্যা বছরকে নির্দেশ করেছে)
- এবার Enter amount লেখা আসবে। বিলের টাকার পরিমান সেখানে টাইপ করুন তারপর সেন্ড (Send)বাটনে ক্লিক করুন।
- এখন যে লেখাটি ডিসপ্লেতে দেখা যাবে সেখানে Bill payment to Palli Bidyut এবং বিলের অ্যাকাউন্ট নাম্বার, মাসের নাম এবং বিলের টাকার পরিমান লেখা থাকবে। এগুলো ভাল করে দেখে নিন এবং আপনার বিকাশের গোপন পিন নাম্বার টাইপ করে সেন্ড( Send)বাটনে ক্লিক করুন।
আপনার বিল পরিশোধের প্রক্রিয়ার কাজ শেষ। এখন আপনার বিকাশ নাম্বারে দুইটা এসএমএস আসবে। প্রথমটি আপনার রিকুয়েস্ট গ্রহণ করা হয়েছে তা জানাবে এবং ২য় টিতে আপনার বিল পরিশোধ সম্পন্ন হয়েছে জানিয়ে একটি ট্রানজাকশন আইডি (TRX ID) লেখা থাকবে। এখন আপনি সেই ট্রানজাকশন আইডি (TRX ID) নাম্বারটি আপনার সেই মাসের বিলের উপর বিল পরিশোধের তারিখ সহ লিখে রাখুন। পরবর্তীতে কোন সমস্যা হলে এই নাম্বার কাজে লাগতে পারে। এভাবে আপনি খুব সহজেই ঘরে বসে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
সার্ভিস চার্জ
বিলের পরিমাণের ওপর নির্ভর করে গ্রাহকের ওপর বিল কালেকশন ফি প্রযোজ্য হয়। ১-৩০০ টাকার জন্য ৫ টাকা, ৩০১-৮০০ টাকার জন্য ৮ টাকা, ৮০১-১৫০০ টাকার জন্য ১৫ টাকা এবং ১৫০১ টাকার অধিক বিলের জন্য ১% করে অতিরিক্ত বিল কালেকশন চার্জ প্রযোজ্য হবে। তবে বিকাশ গ্রাহকদের জন্য সার্ভিসটি ৩১শে ডিসেম্বর,২০১৮ পর্যন্ত ফ্রি অর্থাৎ বিকাশ এর অতিরিক্ত কোন চার্জ রাখবে না। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বিল চেক করতেও কোন ফি লাগবে না।
লিমিট
ট্রানজেকশনের ধরন | প্রতি দিন | প্রতি মাস |
চেক বিল | ৫ | ৫০ |
পে বিল | ২ | ২ |
একজন বিকাশ গ্রাহক এক মাসে সর্বোচ্চ দুইবার পল্লী বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।
তাহলে এখন থেকে ঘরে বসেই বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করুন আর জীবনকে করুন আরও সহজ।
মন্তব্য করুন