ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের মোবাইল ব্যাংকিং সেবা নগদ। অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবাগুলোর সাথে পাল্লা দিতে তারা ক্যাশআউট চার্জ কমিয়ে প্রতি হাজারে ৯.৯৯ টাকায় নিয়ে এসেছে। তবে ২,১০০ টাকা বা এর অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে এই সুবিধাটি পাওয়া যাবে এবং সাথে ভ্যাট যুক্ত হবে। বিকাশ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং সেবাগুলো যেখানে হাজারে ১৭-১৮.৫ টাকা ফি নিচ্ছে, সেখানে নগদের এই স্বল্প প্রতি হাজারে ৯.৯৯ টাকা ফি অনেক মানুষকেই নগদ এবং মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের প্রতি আকৃষ্ট করবে।
নগদের মূল লক্ষ্য দেশের প্রান্তিক মানুষের মাঝে আর্থিক সেবা পৌঁছে দেওয়া। কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের অতিরিক্ত ফির যাঁতাকলে পড়ে অধিকাংশ মানুষ নিতান্তই বাধ্য না হলে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে চায় না। নগদের ক্যাশআউট ফি কমানোর কারণে আরও আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে তেমনটিই প্রত্যাশা করা হচ্ছে।
তবে হাজারে ৯.৯৯ টাকা ফিতে ক্যাশআউট করতে হলে আপনাকে নগদের অ্যাপ ব্যবহার করতে হবে। ইউএসএসডি সার্ভিস ব্যবহার করে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১২.৯৯ টাকা ফি প্রযোজ্য হবে। এছাড়া নিয়মানুসারে ভ্যাট প্রযোজ্য হবে।
মন্তব্য করুন