Money Bangla
  • ব্যাংক
  • কার্ড
    • ডেবিট কার্ড
    • ক্রেডিট কার্ড
    • প্রিপেইড কার্ড
  • সঞ্চয়
  • লোন
  • ই-কমার্স
  • মোবাইল ব্যাংকিং
  • আরও
    • ব্যবসা ও উদ্যোগ
    • ফ্রিল্যান্সিং
    • বিনিয়োগ
    • অফার
    • অন্যান্য
কোন ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Money Bangla
  • ব্যাংক
  • কার্ড
    • ডেবিট কার্ড
    • ক্রেডিট কার্ড
    • প্রিপেইড কার্ড
  • সঞ্চয়
  • লোন
  • ই-কমার্স
  • মোবাইল ব্যাংকিং
  • আরও
    • ব্যবসা ও উদ্যোগ
    • ফ্রিল্যান্সিং
    • বিনিয়োগ
    • অফার
    • অন্যান্য
কোন ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Money Bangla
কোন ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন

কে হতে চায় কোটিপতি?

একটি সমৃদ্ধ জীবন এবং প্রয়োজনীয় কিংবা শখের সব জিনিসগুলো দামী বিলাসবহুল হবে এটা বলতে গেলে সবারই স্বপ্ন। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? বেশি কিছু নয়। চলুন জেনে নেয়া যাক।

নভেম্বর ২০, ২০১৮
বিভাগঃ অন্যান্য, ব্যবসা ও উদ্যোগ
কে হতে চায় কোটিপতি?

আমরা সবাই কি একদিন না একদিন মিলিওনেয়ার লীগে যোগ দিতে চাই না? একটা সমৃদ্ধ জীবন এবং প্রয়োজনীয় কিংবা শখের সব জিনিসগুলো দামী বিলাসবহুল হবে এটা বলতে গেলে সবারই স্বপ্ন। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? বেশি কিছু নয়। শুধু কিছু অলস সময়ে আমরা এটা নিয়ে ভাবি আর তারপর মস্তিষ্কের এক কোনায় রেখে দেই।ঠিক যে কোনায় থাকে আমাদের সব গুরুত্বহীন তথ্য যেগুলো ভুলে গেলেও ক্ষতি নেই।তবে এটা কিন্তু আপনাকে আপনার কোটিপতি হওয়ার চিন্তা থেকে দূরে সরিয়ে দিতে পারে না।

আপনি মনে করেন, যারা কোটিপতি তাঁরা কোটিপতি হয়েই জন্মগ্রহণ করেছেন। আপনি কখনোই সে অবস্থানে যেতে পারবেন না। এই জন্মে তো নয়ই।তবে একটু ভাবুন তো, আমাদের সমাজে নিজের চেষ্টায় কোটিপতি হওয়া মানুষের গল্প কি নেই? ওয়ারেন বাফেট, বিল গেটস, জেফ বেজস এনারা তাহলে কীভাবে কোটিপতি হয়েছেন? এই মানুষগুলো খুব সাধারন পরিবার থেকে এসেছিলেন এবং শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তি সংকল্প এবং বুদ্ধিমত্তা দিয়ে কোটিপতি হওয়ার পথ তৈরি করেছেন।

ভালোলাগতে পারে

ই-পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া!

১৯০ কোটি টাকার বড় বিনিয়োগ পেলো শপআপ!

ফুড পান্ডায় অর্ডার করে জিতে নিন গ্যালাক্সি নোট ২০ আলট্রা!

সিটি ব্যাংকের নতুন অ্যাপ দিয়ে তাত্ক্ষণিক অ্যাকাউন্ট চালু করুন!

এখানে কোটিপতি হওয়ার কিছু টিপস দেয়া হল- পড়ুন এবং অনুসরন করুন। কে বলতে পারে পরবর্তী বিজনেস ম্যাগাজিনের কভার পেইজে আপনারই ছবি ছাপানো হল!

1 শুরুটা হয় শুধুমাত্র একটা ভাবনা থেকে

সাধু, বিজ্ঞানী, মনোবৈজ্ঞানিক এবং প্রায় সকল সফল ব্যক্তি এই ধারণার সাথে একমত হন। আপনার জীবনে আপনি যা অর্জন করেন তার বেশিরভাগই একটি চিন্তার সাথে শুরু হয়। যদি আপনি একজন মিলিয়নেয়ার হয়ে উঠতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একাত্ম হয়ে চিন্তা করতে হবে। একাত্ম চিন্তাই চাবিকাঠি। বাস্তবিক চিন্তা এখানে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। তবে আপনি যদি একাগ্র চিত্তে চিন্তা করেন তাহলে অবশ্যই একটা পথ নিজেই তৈরি করতে পারবেন।

অতএব যদি সত্যি আপনি কোটিপতি হতে চান, একাগ্র চিত্তে ভাবা শুরু করুন। আপনার সকল মানসিক শক্তি দিয়ে আমার লক্ষ্যকে ফোকাস করুন। আপনি নিশ্চয়ই পারবেন।

2 মানচিত্র তৈরি করুন

একবার আপনি আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।এর পরবর্তী ধাপ হবে লক্ষ্য অর্জনের ধাপগুলোর মানচিত্র তৈরি করা।আপনি কখনোই রাতারাতি কোটিপতি হতে পারবেন না। কোটিপতি হওয়ার পথে আপনাকে অনেক ছোট ছোট পদক্ষেপ ফেলতে হবে।

একটি মিলিয়নেয়ার হয়ে যাওয়ার যাত্রা (যদি না আপনি কোন জ্যাকপট না পান) একটি দীর্ঘ শিথিল ফ্লাইট ভ্রমনের মত হয়। এটি অস্বস্তিকর এবং ক্লান্তিকর হতে পারে। ছোট লক্ষ্য নির্ধারণ আপনাকে ফোকাস ধরে রাখতে সাহায্য করবে। পাশাপাশি ছোট ছোট প্রতিটি মাইল ফলক অর্জন ইতিবাচক শক্তিবৃদ্ধি হিসাবে কাজ করবে এবং আপনাকে লক্ষ্যের দিকে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করবে।

আপনি সবসময় একটি মানচিত্র এঁকে কাজ করবেন এবং মাইলফলক গুলো চিহ্নিত করে রাখবেন। নিজের লক্ষ্য বাস্তবিক উপস্থাপনের মাধ্যমে আপনি যেকোনো ঝামেলা খুঁজে বের করতে পারবেন। মাঝেমাঝে শুধু লক্ষ্যগুলো লিখেও আপনি  কীভাবে সেটা অর্জন করবেন এ ব্যাপারে অসাধারন স্বচ্ছতা পেতে পারেন ।

যদি আপনি আপনার দৃষ্টি লক্ষ্যের দিকে নির্দিষ্ট করে রাখেন কারো সাধ্য নেই আপনাকে আটকায়।

3 খরচ নিয়ন্ত্রন করুন

যখন আমরা বিত্তবানদের কোটি কোটি টাকা নগদ ব্যয় করতে দেখি, আমরাও তা করার জন্য প্রলোভিত হই। তবে এটা ভুলে গেলে চলবে না যে এসব বিলাসিতা তাঁদের জন্যই আমাদের জন্য নয় যারা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতেই হিমশিম খেয়ে যাই।

কোটিপতিরা বিলাসবহুল জীবনযাপন করতে পারে তবে তাঁদের মধ্যে বিশেষ খরচের অভ্যাস ছিল শুরু থেকেই। তাঁদের অনেকেই বিত্তবান হওয়ার পরেও হিসেব করে খরচ করে থাকেন। পৃথিবীর অনেক ধনী ব্যাক্তিরা এখনো হিসেব করেই খরচ করেন। ওয়ারেন বাফেট তাঁর অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে অনেক লিখেছেন। তাঁর বিপুল পরিমান সম্পত্তি থাকা সত্ত্বেও ওয়ারেন বাফেট খুব সাধারন জীবন যাপন করেন। ইনভেস্টোপিডিয়ার মতে, তিনি ১৯৫৮ সালে যে বাড়িটি কিনেছিলেন এখনো সেটাতেই বসবাস করেন এবং ১০০,০০০ ডলারের একটা বার্ষিক বেতন তুলে খরচ করেন।

আপনাকে বাফেট হতে হবে না।কিন্তু যদি আপনি কোটিপতি হতে চান আপনাকে খরচ সংকোচন করা শিখতে হবে। এমন কিছু জিনিস আছে যেটা আমাদের দরকার আবার এমন কিছু জিনিস আছে যেটা আমরা চাই। এই দুটোর মধ্যে পার্থক্য করতে শিখুন। কিছুদিন পরেই দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্স মোটা হচ্ছে।

অতিরিক্ত খরচ ধনী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। যদি আপনি এটা নিয়ন্ত্রন করতে শিখে যান, বাকি সময়টাতে নিশ্চিন্ত থাকতে পারবেন। ধনী হওয়ার অর্ধেক পথ আপনি অতিক্রম করে ফেলেছেন। খরচের ওপর খবরদারী আপনাকে ধনী হওয়ার পরেও সাহায্য করবে সম্পদ ধরে রাখতে।

আপনি নিশ্চয়ই এমন ধনীদের গল্প শুনে থাকবেন যারা ধনী হওয়ার সাথে সাথেই দামি গাড়ি ব্যাক্তিগত উড়োজাহাজ কিনে ফেলেন আর আবার সম্পদের দিক থেকে দুর্বল হয়ে পরেন।এই গল্পগুলো কিন্তু সত্যি আর আপনি নিশ্চয়ই চাইবেন না তাঁদের দলে নাম লেখাতে। অতএব খরচের ব্যাপারে সতর্ক থাকুন

4 বুদ্ধিমানের মত বিনিয়োগ করুন

সঠিক বিনিয়োগ ধনী হওয়ার সহজ পথ। আমাদের সবারই ছোটবেলা থেকে কমবেশি সঞ্চয় করার অভ্যাস রয়েছে। কিন্তু সঞ্চয় আপনাকে শুধু জরুরী অবস্থায় সাহায্য করতে পারে। সম্পদ সৃষ্টির ক্ষেত্রে সঞ্চয়ের কোন ভুমিকা নেই। কঠিন সময়ে যেখানে সঞ্চয় আপনাকে সাহায্য করবে সেখানে বিনিয়োগ আপনাকে সাহায্য করবে সম্পদ বৃদ্ধিতে।

কার্যকরী ও স্মার্ট বিনিয়োগ শুরু করুন যদি আপনি মিলিয়ন ডলার ক্লাবের সদস্য হতে চান। স্মার্ট বিনিয়োগ বলতে বোঝায় যেকোনো একটাতে বিনিয়োগ না করে বিভিন্ন যায়গায় বিনিয়োগ করা। উদাহরনস্বরূপ, মনে করুন আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেন যেহেতু তাঁরা বৃহৎ অঙ্কের মুনাফা দিয়ে থাকে। পাশাপাশি  ঝুঁকির বাইরে গিয়ে আপনি আপনার অর্থের একটা ভাগ ফিক্সড ডেপজিট ও করতে পারেন।

5 অপচয় করা বন্ধ করুন

আমাদের মধ্যে অনেকেই খাবার , বাড়তি কাপড় অপচয় করি এবং পুরনো প্রযুক্তি ছেড়ে নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করে দেই কোন কিছু না ভেবেই।

কোটিপতি হতে চান ? শুধু প্রয়োজন পূরণ করে জীবন যাপন করতে শিখুন। সমস্যা সমাধান করতে শিখুন নতুন কিছু করার পরিবর্তে সেটা আপনার স্মার্টফোন ও হতে পারে বা জীবনের কোন সমস্যাও হতে পারে।

শুধু প্রয়োজনের মধ্যে জীবনযাপন করতে শিখে গেলে দেখবেন অনেক খরচই বাঁচাতে পারছেন। আপনি প্রতিদিন দামি রেস্টুরেন্টে খেতে পারেন , দামী কাপড়চোপড় পরতে পারেন যাতে আপনাকে দেখলে মনে হয় আপনি ধনী তবে এই জীবন খুব বেশিদিনের নয়।এর ফল খুব ভয়ানক। আদতে আপনার জন্য অপেক্ষা করছে গরীব ভবিষ্যৎ।

ধনী হতে চাইলে আপনার প্রয়োজনের মধ্যে জীবনযাপন করুন দেখবেন অল্প কদিনের মধ্যেই বিলাসিতা আপনার নাগালে চলে এসেছে।

6 থামবেন না, সামনে এগিয়ে চলুন

কোটিপতি হওয়ার পথ খুব একটা সহজ নয়। আবার অসম্ভব ও নয়। আপনি যদি লেগে থাকেন আপনি এটা পাবেনই এবং খুব দ্রুতই পাবেন। আপনি হয়ত শর্টকাট খুঁজে পাবেন তবে সেগুলো স্থায়ী নয়। অতএব সতর্ক হন এবং কোন কাজ করার আগে বার বার ভাবুন।

কিছু মানুষ ধনী হতে পারেন না কারণ তাঁরা রিয়েল এস্টেট মার্কেট নিয়ে কাজ করেন বা একটা নির্দিষ্ট স্টকে বিনিয়োগ করেন।তাঁদের কথা আলাদা। যদি আপনি কোন ঝুঁকি নেয়ার পরিকল্পনা করে থাকেন নিশ্চিত হয়ে নিন আপনি সঠিক পথে সৎভাবে কাজটা করছেন কিনা।এবং অবশ্যই অন্য পরিকল্পনা তৈরি রাখুন যদি প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়!

সবার শেষে, শেখা বন্ধ করবেন না। যেদিন আপনি শেখা বন্ধ করবেন আপনার সম্পদ বৃদ্ধি সেখানেই থেমে যাবে। বাইরে যান দুনিয়াকে আবিষ্কার করুন।বেশিরভাগ জিনিস আপনি শিখতে পারবেন আপনার অভিজ্ঞতা থেকে। সবসময় নিজেকে চ্যালেঞ্জ করুন। আপনার ক্ষমতার বাইরে কোন কাজ সামনে পরে গেলে চেষ্টা করুন।

আরো অনেক কিছুই আছে যা বিত্তবানরা করেন। তবে উপরে যেগুলো বললাম একটা সুন্দর সূচনার জন্য এগুলোই যথেষ্ট।

শেয়ারটুইটপিন
পরবর্তী পোস্ট
অবসরে যাওয়ার আগে তরুণ উদ্যোক্তাদের জন্য জ্যাক মার দেওয়া তিনটি অনন্য শিক্ষা

অবসরে যাওয়ার আগে তরুণ উদ্যোক্তাদের জন্য জ্যাক মার দেওয়া তিনটি অনন্য শিক্ষা

কেনো মানি সেভিংস জরুরী এবং কিভাবে, কোথায় মানি সেভ করবেন

কেনো মানি সেভিংস জরুরী এবং কিভাবে, কোথায় মানি সেভ করবেন

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যাক্তির সফলতার রহস্য

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যাক্তির সফলতার রহস্য

মন্তব্য করুন

  • আলোচিত
  • মন্তব্য
  • সাম্প্রতিক
বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা এবং যেভাবে খুলবেন?

বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা এবং যেভাবে খুলবেন?

অক্টোবর ১, ২০১৮
হাজারে ৯.৯৯ টাকায় ক্যাশআউট সুবিধা আনলো নগদ

হাজারে ৯.৯৯ টাকায় ক্যাশআউট সুবিধা আনলো নগদ

অক্টোবর ১, ২০২০
বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা এবং যেভাবে খুলবেন?

বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট কি? যেভাবে বিকাশে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন

অক্টোবর ১, ২০১৮
জেনে নিন বিকাশ মার্চেন্ট একাউন্ট কী? এবং এ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য

জেনে নিন বিকাশ মার্চেন্ট একাউন্ট কী? এবং এ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য

অক্টোবর ১, ২০১৮
ই-পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া!

ই-পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া!

বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা এবং যেভাবে খুলবেন?

বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা এবং যেভাবে খুলবেন?

জেনে নিন বিকাশ মার্চেন্ট একাউন্ট কী? এবং এ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য

জেনে নিন বিকাশ মার্চেন্ট একাউন্ট কী? এবং এ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য

বিকাশের মাধ্যমে যেভাবে খুব সহজেই পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করবেন

বিকাশের মাধ্যমে যেভাবে খুব সহজেই পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করবেন

ই-পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া!

ই-পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া!

ডিসেম্বর ৪, ২০২০
প্রিপেইড কার্ড ব্যবহারকারিদের জন্য কাঙ্ক্ষিত আপডেট আনলো মিডল্যান্ড ব্যাংক!

প্রিপেইড কার্ড ব্যবহারকারিদের জন্য কাঙ্ক্ষিত আপডেট আনলো মিডল্যান্ড ব্যাংক!

অক্টোবর ২৩, ২০২০
১৯০ কোটি টাকার বড় বিনিয়োগ পেলো শপআপ!

১৯০ কোটি টাকার বড় বিনিয়োগ পেলো শপআপ!

অক্টোবর ২০, ২০২০
ফুড পান্ডায় অর্ডার করে জিতে নিন গ্যালাক্সি নোট ২০ আলট্রা!

ফুড পান্ডায় অর্ডার করে জিতে নিন গ্যালাক্সি নোট ২০ আলট্রা!

অক্টোবর ২০, ২০২০
Money Bangla

MONEY.COM.BD বাংলাদেশের সেরা ব্যাংকিং, অর্থ, ব্যবসা, ই-কমার্স এবং ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত ওয়েবসাইট যেখানে থাকছে উদ্যোক্তাদের খবর, অর্থনীতি, শেয়ার ব্যবসা, ব্যাংক, ক্রেডিট কার্ড, লোণ, সফল ব্যবসায়ীদের সাক্ষাৎকার ও ব্যবসায় সফলতার টিপসসহ অনেক কিছু।

ই-মেইল – info@money.com.bd

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অফার
  • কার্ড
    • ক্রেডিট কার্ড
    • ডেবিট কার্ড
    • প্রিপেইড কার্ড
  • বিনিয়োগ
  • ব্যবসা ও উদ্যোগ
  • ব্যাংক
  • মোবাইল ব্যাংকিং
  • সঞ্চয়

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত – MONEY.COM.BD
ওয়েবসাইটটি ডিজাইন এবং ডেভেলপমেন্ট করেছে BLUEPRINT

কোন ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • ব্যাংক
  • কার্ড
    • ডেবিট কার্ড
    • ক্রেডিট কার্ড
    • প্রিপেইড কার্ড
  • সঞ্চয়
  • লোন
  • ই-কমার্স
  • মোবাইল ব্যাংকিং
  • আরও
    • ব্যবসা ও উদ্যোগ
    • ফ্রিল্যান্সিং
    • বিনিয়োগ
    • অফার
    • অন্যান্য

© 2020 MONEY.COM.BD - Money Bangladesh - Developed & Managed by Blueprint.

  • ব্যাংক
  • কার্ড
    • ডেবিট কার্ড
    • ক্রেডিট কার্ড
    • প্রিপেইড কার্ড
  • সঞ্চয়
  • লোন
  • ই-কমার্স
  • মোবাইল ব্যাংকিং
  • আরও
    • ব্যবসা ও উদ্যোগ
    • ফ্রিল্যান্সিং
    • বিনিয়োগ
    • অফার
    • অন্যান্য
হোম
অফার
রিভিউ
আরও